রবিবার, ০৭ মার্চ ২০২১, ০২:১১ অপরাহ্ন
শিহাব মন্ডল, (রংপুর) বেরোবি থেকে :
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) তে গাইবান্ধা জেলা সমিতির নবীনবরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৪ মে ২০১৯ ইং বিকেল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা সমিতির সভাপতি প্রভাত সাহা বর্ষনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ.কে. প্রামানিক পার্থের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের পরিচালক, শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের প্রভোস্ট, সমিতির উপদেষ্টা ও বাংলা বিভাগের অধ্যাপক ড. সরিফা সালোয়া ডিনা, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডীন এবং প্রক্টর এ কে এম ফরিদ উল ইসলাম , বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল প্রভোষ্ট তাবিউর রহমান প্রধান, রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (হেড কোয়ার্টার ও প্রশাসন) মহিদুল ইসলাম, রংপুর জেলার উপ পরিচালক (স্থানীয় সরকার বিভাগ) মো রুহুল আমিন মিঞা।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক তানজিউল ইসলাম, গণিত বিভাগের সহকারী অধ্যাপক এ কে এম সাজ্জাদ হোসাইন, পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক বকুল চক্রবর্তী , ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর আতিউর রহমান, পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান ড. রশিদুল ইসলাম,ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক ও ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. নুর আলম সিদ্দিক, শহীদ মুক্তার এলাহী হলের সহকারী প্রভোস্ট ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক আমিনুল ইসলাম, রংপুর কোতোয়ালি সদর থানার অফিসার ইনচার্জ সাজেদুল ইসলাম, মো জিল্লুর রহমান মন্ডল ও সাংবাদিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন ইফতার ও নবীন বরণ-২০১৯ আয়োজক কমিটির আহ্বায়ক শাহজাহান সরদার, যুগ্ম আহ্বায়ক ওয়ালিদ হাসান,জাহিদ হাসান জীবন, জাকিউল ইসলাম শুভ ও সদস্য লুবনা হক, শিহাব মন্ডল, কনক সাহা, সুরাইয়া, মিম, এরশাদ, সাইফুল ইসলাম সহ আরো অনেকে।
অনুষ্ঠানে বক্তারা নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্য অনেক দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন। নিজ জেলার ঐতিহ্য ধরে রাখার আহবান জানান। এসময় নবীন শিক্ষার্থীদেরকে ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেয়া হয়। সব শেষে দোয়া ও মোনাজাতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করা হয়।
সাইবার নিউজ একাত্তর/ ১৫ই মে, ২০১৯ ইং/হাফিজুল
© কপিরাইট : খন্দকার মিডিয়া গ্রুপ
বাল্যবিবাহ রোধ করুন, মাদক মুক্ত সমাজ গড়ুন।