শনিবার, ১৭ এপ্রিল ২০২১, ০১:৫৬ অপরাহ্ন
শিহাব মন্ডল,(রংপুর) বেরোবি থেকে :
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অধ্যয়নরত ময়মনসিংহ ও নেত্রকোণা জেলার শিক্ষার্থীদের সংগঠন ময়মনসিংহ ও নেত্রকোণা জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ২০১৯ অনুষ্ঠিত হয়েছে । বুধবার ২৪শে এপ্রিল ২০১৯ ইং বিকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩ এর রাষ্ট্রবিজ্ঞান বিভাগের গ্যালারি রুমে এই নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি পাপন চন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্র্ববিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক কাজী রেজুয়ান হোসেন ও লোক প্রশাসন বিভাগের প্রভাষক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম। অনুষ্ঠানে বক্তারা নবীনদের উদ্দেশ্যে নানা উপদেশ মূলক বক্তব্য রাখেন।
এ সময় নবীনদের উদ্দেশ্য জনাব শরিফুল ইসলাম সকলকে সার্বজনীন হওয়ার অনুপ্রেরণা দেন এবং বিশেষ অতিথি কাজী রেজুয়ান হোসেন সকলকে একতাই শক্তি অনুপ্রেরণা মূলক বক্তব্য রাখেন।এছাড়া,বিশেষ অতিথি জনাব মুহাম্মদ মুজাহিদুল ইসলাম নবীনদের উদ্যমী হওয়ার অনুপ্রেরণা দেন। পরিশেষে,নবীনদের অনুভূতি প্রকাশ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতিভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করেন জেলা সমিতির সভাপতি পাপন চন্দ্র সরকার ।
উল্লেখ্য, অনুষ্ঠানে অতিথিদের সম্মাননা প্রদান ও নবীনদের ক্রেস্ট প্রদান করে বরণ করা হয় ।
সাইবার নিউজ একাত্তর/ ২৫শে এপ্রিল, ২০১৯ ইং/হাফিজুল
© কপিরাইট : খন্দকার মিডিয়া গ্রুপ
বাল্যবিবাহ রোধ করুন, মাদক মুক্ত সমাজ গড়ুন।