রবিবার, ১৭ জানুয়ারী ২০২১, ১২:১৮ পূর্বাহ্ন
সাইবার নিউজ একাত্তর ডেস্ক:
নারীমুক্তির প্রকৃত পথিকৃত আজীবন আত্মত্যাগী ভাষাসৈনিক মনোয়ারা রহমানের ১০ম মৃত্যুবার্ষিকী এবং জননেতা মাদার বখশ্-জননেতা আতাউর রহমান-রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান পরিবারের সদস্য শহীদুর রহমান পিনুর প্রথম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করেছে রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ। সোমবার বিকেলে রাজশাহী প্রেসক্লাব মিলনায়তনে স্মরণ সভা এবং বাদ আসর সাহেববাজার বড়মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
স্মরণ সভায় রাজশাহী প্রেসক্লাব সভাপতি ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সাধারণ সম্পাদক সাইদুর রহমানের সভাপতিত্ব এবং প্রেসক্লাব সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য কলামিস্ট মুক্তিযোদ্ধা প্রশান্ত কুমার সাহা। স্বাগত বক্তব্য রাখেন- প্রধান বিচারপতি ভাষাসৈনিক হাবিবুর রহমান শেলীর ছোটভাই মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ওয়ালিউর রহমান বাবু।
আলোচনা রাখেন- রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য গোলাম সারওয়ার, সেক্টর কমান্ডার ফোরাম মহানগর সভাপতি মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, রাজশাহী মহিলা পরিষদ সভাপতি কল্পনা রায়, সিনিয়র সাংবাদিক সরকার শরিফুল ইসলাম ও তার সহধর্মিণী মঞ্জু আরা খাতুন, রাজশাহী প্রেসক্লাবের সহ-সভাপতি শ.ম.সাজু, জাতীয় পার্টির মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি এ বি সিদ্দিক পল্টু, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সালাউদ্দিন মিন্টু, মুক্তিযোদ্ধা সাংবাদিক ওবায়দুর রহমানের সন্তান ও রাজশাহী মেট্রোপলিটন প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক রাশেদ রিপন, রাজশাহী প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক নূরে ইসলাম মিলন, বঙ্গবন্ধুর বাংলাদেশ চাই’র সদস্য বিশিষ্ট চিকিৎসক ডা. রোকনুজ্জামান রিপন, বিশিষ্ট সাংবাদিক কাজী রকিবউদ্দিন, উদীচি কেন্দ্রীয় কমিটির সদস্য শহিদুর রহমান সোনা, আসক ফাউন্ডেশন মহানগর শাখার যুগ্ম-সম্পাদক আসাদুল হক দুখু, সাংবাদিক জামি রহমান, নূরে আসলাম লিটন প্রমুখ।
© কপিরাইট : খন্দকার মিডিয়া গ্রুপ
বাল্যবিবাহ রোধ করুন, মাদক মুক্ত সমাজ গড়ুন।