শনিবার, ১৭ এপ্রিল ২০২১, ০৩:০৪ অপরাহ্ন
তাজাম্মুল হক আরাফাত, (চাঁপাইনবাবগঞ্জ) ভোলাহাট থেকে :
একুশে পদকপ্রাপ্ত দেশবরেণ্য প্রখ্যাত নাট্যশিল্পী, ভাষাসৈনিক, শিক্ষাবিদ, লেখক চাঁপাইনবাবগঞ্জ জেলার কৃতিসন্তান মমতাজ উদদীন আহমেদ এর প্রয়াণে শনিবার ২০ জুলাই ২০১৯ ইং কুলখানি অনুষ্ঠিত হয়েছে।
কুলখানিতে উপস্থিত ছিলেন, প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) চেয়ারম্যান, সাংবাদিক, কলাম লেখক দৈনিক জাগরণ পত্রিকার সম্পাদক ও প্রকাশক বীর মুক্তিযোদ্ধা আবেদ খান, সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা পারভিন, অফিসার ইনর্চাজ নাসিরউদ্দিন মন্ডল, সাদা মনের মানুষ জিয়াউল হকসহ দেশবরণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ’ছাড়া বৃহত্তর বজরাটেকবাসি কুলখানিতে অংশ গ্রহণ করেন। কুলখানিতে দেশ বরণ্য মমতাজ উদদীন আহমদের বিদেহী আত্মার স্মরণে বিশেষ মোনাজাত করা হয়। এদিন বৃহত্তর বজরাটেকবাসির সকল পেশাজীবিদের জন্য দুপুরে খাওয়ার আয়োজন করা হয়। উল্লেখ্য একুশে পদকপ্রাপ্ত দেশবরেণ্য প্রখ্যাত নাট্যশিল্পী, ভাষাসৈনিক, শিক্ষাবিদ, লেখক চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার কৃতিসন্তান মমতাজ উদদীন আহমেদ ২ জুলাই/১৯ আ্যাপোল হাসপাতালে অসুস্থ্যজনিত কারণে মৃত্যুবরণ করেন।
সাইবার নিউজ একাত্তর/ ২১শে জুলাই, ২০১৯ ইং/হাফিজুল
© কপিরাইট : খন্দকার মিডিয়া গ্রুপ
বাল্যবিবাহ রোধ করুন, মাদক মুক্ত সমাজ গড়ুন।