শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ০৮:৫৪ পূর্বাহ্ন
উজ্জ্বল রায় নড়াইল থেকে :
মাদলের তালে টুসু ও ভাদু গানের মধ্য দিয়ে রাতভর করম উৎসবে মেতে উঠলেন সুন্দরবনের আদিবাসী সম্প্রদায়ের মানুষ। মাঝেরপাড়া বিরসা মুন্ডা আদিবাসী সমিতির উদ্যোগে চলল জঙ্গলকে রক্ষা করা ও সবুজের মধ্য দিয়ে বৃক্ষরোপণ করা এই কর্মস‚চি। বিরসা মুন্ডা সমিতি প্রায় ৪০ বছর ধরে এই সংগঠন উৎসব পালন করে আসছে। এই উৎসবে মাতলেন সুকুমার মাহাতো, সভাপতি চন্দনা মাহাতো ও উদ্যোক্তা কৃষ্ণপদ মহাতো, মানস মাহাতো।
এদেরই উদ্যোগে সুন্দরবনের আদিবাসী সম্প্রদায়ের মানুষ বনকে রক্ষা করতে সারা রাত জেগে গাছকে পুজো করেন। আদিবাসী সম্প্রদায় মানুষরা আচার উপাচার মেনে মাদল ও ভাদু গানের তালে নাচের মধ্যে দিয়ে এই উৎসব শেষ করেন। আর এই জনসংযোগ বাড়াতে সুকুমার মাহাতো আরো বেশি আদিবাসী স¤প্রদারের মানুষের সঙ্গে সম্পর্ক নিবিড় করতে তাদের জীবনযাত্রা সুবিধা-অসুবিধার কথা শুনতে উৎসবে মাতেন। আদিবাসী সম্প্রদায়ের মানুষ বংশপরম্পরায়ন এই উৎসব পালন করে আসছে সুন্দরবনের।
সাইবার নিউজ একাত্তর/ ১৩ সেপ্টেম্বর ২০১৯ ইং/ আব্দুর রাজ্জাক(রাজু)
© কপিরাইট : খন্দকার মিডিয়া গ্রুপ
বাল্যবিবাহ রোধ করুন, মাদক মুক্ত সমাজ গড়ুন।