মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১, ০১:৫৩ পূর্বাহ্ন
রুবেল ইসলাম,রংপুর থেকে :
যখন ভোটের প্রয়োজন তখন ভোটারের হাতে-পায়ে আর “করোনা” মোকাবেলায় কি ধরণের পদক্ষেপ নিয়েছেন জানতে চাইলে তিনি “হোম কোয়ান্টামে”এমন মন্তব্য আব্দুর রউফ মিয়ার।
রংপুরের মিঠাপুকুর উপজেলার ১৬ নং মির্জাপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ মিয়া প্রধানমন্ত্রীর নির্দেশনা অমান্য করে জনগণের কাছে না পৌছে তিনি রয়েছেন “হোম কোয়ান্টামে”এমন অভিযোগ এলাকাবাসীর।
ইউনিয়নের চারকদম বাজার থেকে প্রতিনিয়ত মুঠোফোনে অভিযোগের ভিত্তিতে চেয়ারম্যানের কাছে সাক্ষাৎকার চাইলে তিনি সাক্ষাৎকার দিবেন না এবং কোয়ান্টামে আছেন বলে দাবী করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন মুঠোফোনে বলেন- প্রতিনিয়ত চেয়ারম্যান এর কাছে ফোন দিয়ে সাহায্য চাওয়া হয় কিন্তু তিনি কোন ধরণের ব্যবস্থা গ্রহণ করেন নি।চারকদম মোড়ে চায়ের দোকান খোলা এবং হাজারো মানুষের সমাগম ঘঠে কারণ আশপাশের বাজার গুলো বন্ধ থাকায়। করোনা থেকে মুক্ত পেতে হলে জনসমাগম এড়িয়ে চলতে হবে কিন্তু তাকে বারবার এড়িয়ে চলছেন,দেখছি ও দেখতেছি বলে এড়িয়ে চলছেন।তিনি আসেননি বরং কোন ব্যবস্থাও গ্রহণ করেননি।
ইউনিয়ন চেয়ারম্যান রউফ মিয়ার সাথে মুঠোফোনে কথা বললে-তিনি বলেন আমি বৈরাতী বাজারে জীবাণুনাশক স্প্রে করেছি,মানুষের সচেতনা বৃদ্ধিও জন্যে পরিষদের সামনে হাত ধোয়ার ব্যবস্থা করেছি।আর কি করবো? আমি সাক্ষাৎকার দিতে পারবো না এবং করোনায় তিনি হোম কোয়ান্টামে আছেন বলে মন্তব্য করেন।
সাইবার নিউজ একাত্তর/ ১০ এপ্রিল ২০২০ ইং মারুফ খান জয়
© কপিরাইট : খন্দকার মিডিয়া গ্রুপ
বাল্যবিবাহ রোধ করুন, মাদক মুক্ত সমাজ গড়ুন।