রবিবার, ১৭ জানুয়ারী ২০২১, ০৮:২৪ পূর্বাহ্ন
শিহাব মন্ডল, (রংপুর) বেরোবি থেকে :
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মনীষা নামে ১২ বছরের এক শিশু ডেঙ্গু রোগী আজ বৃহস্পতিবার সকালে মারা গেছে। দিনাজপুর জেলার বোচাগজ্ঞ এলাকার মকবুল হোসেনের মেয়ে বলে জানা গেছে । রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
হাসপাতাল সুত্রে জানা গেছে গত ২৬ আগষ্ট মনীষা ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। তার অবস্থা আশংকা জনক হলে তাকে আইসিইউতে রাখা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে সে মারা যায় । এ নিয়ে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ৪ জন মারা গেল।
হাসপাতালের মুখপাত্র ডা. আসাদুজ্জামান জানান এ পর্যন্ত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৫শ ৮৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন । এর মধ্যে ৫শ ৫৯ জন রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে তাদের বাড়িতে চলে গেছে। বর্তমানে ২৯ জন চিকিৎসাধীন আছে।
সাইবার নিউজ একাত্তর/ ২৯শে আগষ্ট, ২০১৯ ইং/ আব্দুর রাজ্জাক(রাজু)
© কপিরাইট : খন্দকার মিডিয়া গ্রুপ
বাল্যবিবাহ রোধ করুন, মাদক মুক্ত সমাজ গড়ুন।