শুক্রবার, ০৫ মার্চ ২০২১, ১২:৫২ অপরাহ্ন
হানিফ সরকার, রাজশাহী থেকে :
পরিবেশ বাচাঁতে বৃক্ষরোপন কার্যক্রমকে সামাজিক আন্দোলন হিসেবে গড়ে তুলতে রাজশাহী বিভাগব্যাপী বৃক্ষরোপন প্রতিযোগিতা কার্যক্রম শুরু করেছে সূর্যকিরণ বাংলাদেশ। এতে সার্বিকভাবে সহযোগিতা করেছে বারসিক।
শুক্রবার সকাল ১০ টায় নগরীর শিরোইল এলাকায় পরিবেশবান্ধব গাছ লাগানোর মধ্য দিয়ে দুইমাসব্যাপি কার্যক্রমটির উদ্বোধন ঘোষণা করা হয়। কার্যক্রমটি চলবে ৫ জুলাই ২০১৯ হতে ৩১ আগষ্ট পর্যন্ত। যেখানে রাজশাহী বিভাগ এর বিভিন্ন জেলার মানুষ অংশগ্রহণ করবে এবং সর্বোচ্চ বৃক্ষরোপনকারী পাঁচজনকে পুরষ্কৃত করা হবে।
সূর্যকিরণ বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি শাইখ তাসনীম জামালে সভাপতিত্বে বৃক্ষরোপন কার্যক্রম উদ্বোধনকালে উপস্থিত ছিলেন- সূর্যকিরণ বাংলাদেশের উপদেষ্টা রাজশাহী প্রেসক্লাব সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলা, বারসিক বরেন্দ্র অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী শহীদুল ইসলাম, সূর্যকিরণ বাংলাদেশের স্বেচ্ছাসেবী আসাদুজ্জামান জয়, রোজিব হোসেন সোহান, রাখি পারভিন মায়া, তামিম আলী, জুলফিকার নাঈমসহ অন্যান্য স্বেচ্ছাসেবীববৃন্দ।
সাইবার নিউজ একাত্তর/ ৬ জুলাই, ২০১৯ ইং/হাফিজুল
© কপিরাইট : খন্দকার মিডিয়া গ্রুপ
বাল্যবিবাহ রোধ করুন, মাদক মুক্ত সমাজ গড়ুন।