শুক্রবার, ০৫ মার্চ ২০২১, ১২:৫৬ অপরাহ্ন
সাইবার নিউজ একাত্তর ডেস্ক :
শনিবার ২৪শে অাগষ্ট ২০১৯ইং চার দফা দাবিতে বাংলাদেশ পোস্টম্যান ও ডাক কর্মচারী ইউনিয়নের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। আজ শনিবার সকাল ১০টায় রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্ট চত্বরে জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভ‚ক্ত (বি-২১২৯) সংগঠনটির সাকেল সংস্থা (উত্তরাঞ্চল) রাজশাহীর উদ্যোগে এ কর্মসূচি পালিত হবে। বাংলাদেশ পোস্টম্যান ও ডাক কর্মচারী ইউনিয়ন সার্কেল সংস্থা (উত্তরাঞ্চল) রাজশাহীর সভাপতি মো. আরসাদ আলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, জাতীয় শ্রমিক লীগের অন্তভর্‚ক্ত (বি-২১২৯) বাংলাদেশ পোস্টম্যান ও ডাক কর্মচারী ইউনিয়ন সাকেল সংস্থা (উত্তরাঞ্চল) রাজশাহী ডাক কর্মচারীদের স্বার্থে চার দফা দাবিতে আন্দোলন করছে। চার দফা দাবি হলো: কর্মরত অবস্থায় সরকারি কর্মচারীর মৃত্যুজনিত কারণে ৮ (আট) লক্ষ টাকা, স্থায়ী অক্ষমতার জন্য ৪ (চার) লক্ষ টাকা এবং দাফন-কাফনের জন্য ৩০ (ত্রিশ) হাজার টাকা আর্থিক সহায়তার সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন; সরকারি কর্মচারীদের গৃহনির্মাণ ঋণ সুবিধা প্রাপ্তির পূর্বশর্ত ই.এফ.টি পদ্ধতিতে বেতন প্রদান নিশ্চিত করা; ১৬-২০ গ্রেডের পোশাকধারী কর্মচারীদের জনপ্রশাসন মন্ত্রনালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী পোশাকসহ অন্যান্য সামগ্রী সরবরাহ; কর্মচারীদের জমানো ফিডালিটি বন্ডের টাকায় ওয়েলফেয়ার ট্রাস্ট গঠন। উল্লেখিত চার দফা দাবিতে সংগঠনটির উদ্যেগে শনিবার সকাল ১০টায় রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল আয়োজন করেছে।
প্রসঙ্গত, একই দাবিতে সংগঠনটি আগামী ০৭ সেপ্টেম্বর, শনিবার সকাল ১০টায় পোস্টাল কমপ্লেক্স প্রাঙ্গনে ও ২১ সেপ্টেম্বর, শনিবার সকাল ১০টায় রাজশাহী কোর্ট চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করবে।
© কপিরাইট : খন্দকার মিডিয়া গ্রুপ
বাল্যবিবাহ রোধ করুন, মাদক মুক্ত সমাজ গড়ুন।