রবিবার, ০৭ মার্চ ২০২১, ০২:২৮ অপরাহ্ন
মাজেদুর রহমান মাজদার, (রাজশাহী)পুঠিয়া প্রতিনিধি :
রাজশাহী পুঠিয়ায় কৃষি সম্প্রকারণ অধিদপ্তরের উদ্দ্যোগে নকল কিটনাশক ধংশ করা হয়েছে। সোমবার পয়লা এপ্রিল ২০১৯ ইং দুপুর ১২ টার সময় উপজেলা চত্বরে ফাঁকা জায়গায় গর্ত করে মাটি চাপা দিয়ে এসব নকল কিটনাশক ধংশ করা হয়। ধ্বংস করা নকল কিটনাশকের মধ্যে ছিলো, ২০০ প্যাকেট ফুরাডান দানাদার, ৫৮ বোতল তরল ভক্সল গোল্ড ও ২৫০ প্যাকেট ফাটাফাটি চিলেটেট জিংক যার আনুমানিক মূল্য ৫৭ হাজার টাকা। এসময় উপস্থিত ছিলেন, পুঠিয়া কৃষি সম্প্রসারণ অফিসার কামরুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ ও ধংশ কমিটির অন্যান্য সদস্যবৃন্দরা। উল্লেখ্য গত ২৭শে মার্চ বুধকার পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার ওলিউজ্জামান ও কৃষি সম্প্রসারণ অফিসার কামরুল ইসলামের নেতৃত্বে পুঠিয়া উপজেলা বানেশ্বর বাজারের বিপ্লব সরদারের সার ও কিটনাশকের দোকানে অভিযান চালিয়ে এসব নকল কিটনাশক জব্দ করা হয়েছে। সে সময় বিপ্লব সরদারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এব্যাপারের পুঠিয়া কৃষি সম্প্রসারণ অফিসার কামরুল ইসলাম জানান, আমাদের নিয়মিত মরিটরিং এর অংশ হিসেবে গত বুধবার বানেশ্বর বাজারে অভিযান পরিচানা করা হয় এবং নকল কিটনাশক গুলো জব্দ করা হয়। নকল সার ও কিটনাশক বিক্রেতাদের বিরুদ্ধে শাস্তি মুলক ব্যাবস্থা গ্রহণের লক্ষে এ অভিযান নিয়মিত পরিচালিত হবে।
© কপিরাইট : খন্দকার মিডিয়া গ্রুপ
বাল্যবিবাহ রোধ করুন, মাদক মুক্ত সমাজ গড়ুন।