শনিবার, ১৭ এপ্রিল ২০২১, ০৩:১০ অপরাহ্ন
সাইবার নিউজ একাত্তর ডেস্ক :
রাজশাহীর মোহনপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামী মো. মোজাহার আলী(২৪) এর বিরুদ্ধে, মুঙ্গলবার ২ এপ্রিল ২০১৯ ইং মোহনপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন স্ত্রী ইসমত আরা বেগম। অভিযোগ সূত্রে জানা যায়, রাজশাহীর মোহনপুর থানার গোপইল গ্রাম এলাকার মোঃ আঃ রশিদের মেয়ে মোছাঃ ইসমত আরার সাথে একই উপজেলার ভাতুড়িয়া গ্রামের মোঃ আব্দুল্লাহ সরদারের ছেলে মোজাহার আলীর সাথে তার বিয়ে হয়। ইসমত আরাকে এক বছর আগে মোজাহার আলী বিয়ে করেন।
বিয়ের কিছুদিন পর থেকেই শুরু হয় যৌতুকের দাবিতে নির্যাতন। মোজাহার আলী নেশা খাওয়ার জন্য যৌতুক হিসেবে ইসমত আরার কাছে তিন লক্ষ টাকা দাবি করেন। ইসমত আরার সুখের জন্য তার পরিবার নগদ ১ লক্ষ টাকা এবং বাসার খাট, সৌকেচ, টেবিল, আলনা, ১ টি মোবাইল ফোন সহ বিভিন্ন জিনিস আসবাব পত্র বাবত আরো এক লক্ষ টাকা প্রদান করেন। পরবর্তীতে নেশা খাওয়ার জন্য মোজাহার আবারো যৌতুক হিসেবে ১ লক্ষ টাকা দাবি করেন। ইসমত আরা নিয়ে আসতে অস্বীকার করলে মোজাহার আলী শারীরিক ও মানুষিক নির্যাতন শুরু করেন কিল ঘুষি লাথি সহ বাশের লাঠি দ্বারা শরীরের বিভিন্ন জায়গায় এলোপাথাড়ী ভাবে মার পিঠ করে ছিলা ফোলা কালশিরা বেদনাযুক্ত জখম করে। স্বামীর বাড়ীতে গেলে তালাক দিবে মর্মে বিভিন্ন ধরনের ভয়ভীতি হুমকি প্রদান করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এ ঘটনায় নিরুপায় হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন ইসমতআরা। মোহনপুর থানার এসআই সাইফুল ইসলাম জানান , অভিযোগ পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পেয়েছি এবং আসামির বাড়িতে গিয়ে আসামিকে খুঁজে পাই নাই। তাকে গ্রেফতারের প্রচেষ্টা চলছে।
© কপিরাইট : খন্দকার মিডিয়া গ্রুপ
বাল্যবিবাহ রোধ করুন, মাদক মুক্ত সমাজ গড়ুন।