সোমবার, ০১ মার্চ ২০২১, ০৩:৫৫ অপরাহ্ন
হানিফ সরকার, রাজশাহী থেকে :
রাজশাহী জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনী ফলাফল নিয়ে শ্রমিকদের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি হয়েছে। পুলিশের উপস্থিতিতে সন্ত্রাসীরা হামলা চালিয়ে ভোট কেন্দ্র দখল করে একতরফাভাবে ব্যালট পেপারে সিল মেরে ফলাফল ছিনতাই করা হয়েছে বলে মটর শ্রমিকরা অভিযোগ করেছেন। মটর শ্রমিকরা বলছেন নির্বাচনের নামে প্রহসনের নাটক মঞ্চস্থ করা হয়েছে। এই নির্বাচন বাতিল করে পূনরায় নির্বাচনেরও দাবি করেছেন তারা।
রাজশাহী জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন ছিল গত ৪ অক্টোবর শুক্রবার। রাজশাহীর একটি কমিউনিটি সেন্টারে এ নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ভোট গ্রহনের সময় ছিল সকাল ৮টা হইতে বিকাল ৫টা। সকাল থেকে শ্রমিকরা উৎসব মুখর পরিবেশে ভোট প্রদান করছিলেন। ভোটের ফলাফল আগাম আঁচ করতে পেরে মাহাতাব উদ্দিন চৌধুরীর নেতৃত্বে একদল স্বসস্ত্র সন্ত্রাসী বেলা ৩টার দিকে ভোটকেন্দ্রে সন্ত্রাসী হামলা চালায়।
তারা সাধারন সম্পাদক প্রার্থী সাহেরুল ইসলামসহ ১৫/১৬ জনকে গুরুতর আহত করে ভোটকেন্দ্রের পুরোপুরি দখল নিয়ে নেয় এবং একতরফা ভাবে মাহাতাব উদ্দিন চৌধুরীর নেতৃত্বের প্যানেলের প্রার্থীদের পক্ষে ব্যালট পেপারে সিল মেরে ব্যালটবাক্স ভর্তি করে ফেলে। পুলিশের উপস্থিতিতে এ ঘটনা ঘটলেও পুলিশ নিরব দর্শকের ভূমিকা পালন করে।
পরের দিন ৫ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে নির্বাচন কমিশন মাহাতাব উদ্দিন চৌধুরীর প্যানেলের প্রার্থীদের বেসরকারীভাবে বিজয়ী ঘোষনা করে। এই ফলাফল মটর শ্রমিকেরা পুরোপুরি প্রত্যাখ্যান করেছে। নির্বাচনে প্রতিদন্ধিতাকারী সভাপতি প্রার্থী কামাল হোসেন রবি এবং সাধারন সম্পাদক প্রার্থী সাহেরুল ইসলাম এই নির্বাচনী ফলাফল পুরোপুরি প্রত্যাখ্যান করে অবিলম্বে পুনরায় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন। তারা ভোট কেন্দ্রে সন্ত্রাসী হামলার সাথে জড়িতদের গ্রেফতার ও বিচার দাবি করেছেন। এদিকে ভোটের ফলাফল নিয়ে শ্রমিকদের মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে।
সাইবার নিউজ একাত্তর/ ১৪ই অক্টোবর ২০১৯ ইং/ আব্দুর রাজ্জাক (রাজু)
© কপিরাইট : খন্দকার মিডিয়া গ্রুপ
বাল্যবিবাহ রোধ করুন, মাদক মুক্ত সমাজ গড়ুন।