শনিবার, ১৬ জানুয়ারী ২০২১, ১১:৩৭ অপরাহ্ন
সাইবার নিউজ একাত্তর অনলাই ডেস্ক :
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, রোহিঙ্গা নিয়ে প্রতিবেশী মিয়ানমারের সঙ্গে সমস্যা ছাড়া এ মুহূর্তে আমাদের সামনে আর কোনো সমস্যা নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শিগগিরই এ সমস্যারও সমাধান হবে।
তবে ১১ লাখের মতো রোহিঙ্গা যতদিন এ দেশে থাকবে, ততদিন তাদের আমরা আদর-যত্ন করব। এজন্য ব্রিটেনসহ বিশ্বের উন্নত দেশগুলোর অব্যাহত সহায়তা প্রয়োজন।
সোমবার রাজধানীর একটি হোটেলে ব্রান্ডিং বাংলাদেশ সামিট-২০১৯ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বেটার বাংলাদেশ ফাউন্ডেশন (বিবিএফ) এই সামিটের আয়োজন করেছে।
মন্ত্রী বলেন, বর্তমান সময় আমাদের জন্য খুবই ভালো সময়। এক সময় বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলা হলেও গত ১১ বছরে বাংলাদেশের যে উন্নয়ন হয়েছে তা অভূতপূর্ব।
বেটার বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রফেসর মাসুদ এ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সামিটে বিশেষ অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম, ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চেট্রিসন ডিক্সন এবং ব্রাজিলের রাষ্ট্রদূত জাও টাবাজিরিয়াডি ওলিভিরিয়া।
ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চেট্রিসন ডিক্সন বলেন, বাংলাদেশের অগ্রগতি উল্লেখ করার মতো। তারপরও বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। এগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ব্যবসা করার পরিবেশ (ডুয়িং বিজনেস), যা এখনও সেভাবে উন্নত হয়নি।
এছাড়া অবকাঠামো খাতে অগ্রগতি হলেও এখনও অবকাঠামো ঘাটতি রয়েছে। দুর্নীতি দূর করা প্রাতিষ্ঠানিক কাঠামোগত উন্নয়নের অন্যতম চ্যালেঞ্জ।
ব্রাজিলের রাষ্ট্রদূত জাও টাবাজিরিয়াডি ওলিভিরিয়া বলেন, এখন সব কিছুই নির্ভর করছে ব্রান্ডিংয়ের ওপর। বাংলাদেশে প্রবৃদ্ধি এখন ৭-৮ শতাংশের মধ্যেই রয়েছে। এটি অনেক বড় অর্জন।
ব্রাজিলের সঙ্গে কৃষি এবং বায়োটেকনোলজি নিয়ে কাজ করার সুযোগ রয়েছে। তাছাড়া বাংলাদেশের ফুটবল উন্নয়নেরও যথেষ্ট সুযোগ রয়েছে। এ সুযোগ কাজে লাগাতে ব্রাজিল থেকে খেলোয়াড় এবং কোচ নিয়ে আসার চেষ্টা করছি।
© কপিরাইট : খন্দকার মিডিয়া গ্রুপ
বাল্যবিবাহ রোধ করুন, মাদক মুক্ত সমাজ গড়ুন।