শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ০৯:০৫ পূর্বাহ্ন
সাইবার নিউজ একাত্তর ডেস্ক :
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের এর একটি আভিযানিক দল সোমবার ২২ জুলাই ২০১৯ইং সন্ধা ৭.১৫ ঘটিকায় রাজশাহী জেলার দুর্গাপুর থানাধীন দেবীপুর এলাকায় অপারেশন পরিচালনা করে মোসাঃ পান্না বেগম (৪২), স্বামী- মোঃ শাহাবুল, সাং- দেবীপুর, থানা- দুর্গাপুর, জেলা- রাজশাহীকে গ্রেফতার করতে সক্ষম হন র্যাব-৫। তার কাছে হইতে উদ্ধারকৃত আলামত (১) ২টি এয়ার টাইট নীল রংয়ের জিপার লক পলিপ্যাকে রক্ষিত ২০০+৯২= ২৯২ (দুইশত বিরানব্বই) ইয়াবা ট্যবলেট (২) ২১০০/- টাকা (৩) একটি মোবাইল (৪) একটি সীম সহ আটক করা হয়। উক্ত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার দুর্গাপুর থানায় মাদ্রক দ্রব্য ২০১৮ সালের ৩৬(১) সারণির ১০(ক) ধারার মামলা রুজু করা হয়েছে।
এ বিষয়ে র্যাব-৫ এর এক কর্মকর্তা জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলার দুর্গাপুর থানাধীন দেবীপুর এলাকা থেকে ২৯২ পিচ ইয়াবা সহ এই মাদক ব্যাবসায়ী পান্না বেগমকে আটক করা হয়। তিনি আরো বলেন, র্যাব-৫ এর পক্ষ থেকে মাদকের বিষয়ে জিরো ট্রলারেন্স ঘোষনা করা হয়েছে, মাদক নির্মূলে দেশের কল্যাণে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব-৫) তার সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করতেও দিধাবোধ করবে না। পাশাপাশি মাদক ব্যবসায়ী, জঙ্গীবাদ, সন্ত্রাসবাদ, চোরাকারবারী, রাষ্ট্রদ্রোহী সহ যে কোন অবৈধ সিন্ডিকেটকে নির্মূলের জন্য গোপনে ও প্রকাশ্যে র্যাব ব্যাপক গোয়েন্দা নজরদারি রেখেছে।
সাইবার নিউজ একাত্তর/ ২৩শে জুলাই, ২০১৯ ইং/হাফিজুল
© কপিরাইট : খন্দকার মিডিয়া গ্রুপ
বাল্যবিবাহ রোধ করুন, মাদক মুক্ত সমাজ গড়ুন।