মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১, ১২:৫৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশনিক দল বৃহস্পতিবার (২৩ জুলাই) ২০২০ ইং তারিখ রাত্রি ১০টা ০৫ ঘটিকায় অভিযান পরিচালনা করে মটরসাইকেল, ইয়াবা ও অন্যান্য দ্রব্যাদিসহ ০২ ছিনতাইকারীকে গ্রেফতার করতে সক্ষম হন। অপারেশনটি রাজশাহী মহানগরীর শাহমখদুম থানাধীন সিটিহাট সাকিনস্থ সিটিহাট গোলচত্বর হতে আনুমানিক ৩০০ গজ দক্ষিণে সিটিহাট টু তেরখাদিয়াগামী পাঁকা রাস্তার পূর্ব পার্শ্বে পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত দুই ছিনতাইকারী হলো, ১। মোঃ জিহাদ হাসান (২০), পিতা- মোঃ স্বপন আলী, সাং- ভাটাপাড়া, ২। মোঃ আব্দুর রহমান (১৯), পিতা- আসলাম আলী, সাং- আলীগঞ্জ, উভয়ের থানা- রাজপাড়া, রাজশাহী মহানগরী। সেই সময় গ্রেফতারকৃত আসামীদের কাছে থেকে যথাক্রমে, (ক) ০১ টি টিপ চাকু, (খ) ০২ টি খুর, (গ) ০১ টি মোটরসাইকেল, (ঘ) ০৪ পিচ ইয়াবা, (ঙ) ০২ টি মোবাইল ফোন, (চ) ০২ টি সীমকার্ড উদ্ধার করা হয়। উক্ত আসামীদ্বয়ের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর শাহমখদুম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
ধৃত আসামীরা রাজশাহী মহানগরীর শাহমখদুম থানাধীন সিটিহাট সাকিনস্থ সিটিহাট গোলচত্বর হইতে ৩০০ গজ দক্ষিণে সিটিহাট টু তেরখাদিয়াগামী পাঁকা রাস্তার পূর্ব পার্শ্বে ছিনতাই এর উদ্দেশ্যে মোটর সাইকেলসহ স্বশস্ত্র অবস্থান করিতেছে এবং ছিনতাইয়ের চেষ্টা করিতেছে এই রকম সংবাদ প্রাপ্ত হইয়া র্যাবের একটি চৌকস আভিযানিক দল সেখানে অপারেশন পরিচালনা করে তাদের হাতে নাতে গ্রেফতারসহ উক্ত দ্রব্যাদি গুলো উদ্ধার করতে সক্ষম হয়েছেন।
অভিযানটি পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য, মোটরসাইকেল ও বিভিন্ন দ্রব্যাদি উদ্ধারসহ গ্রেফতারের বিষয়টি শুক্রবার (২৪শে জুলাই) ২০২০ ইং র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্প থেকে বিকেল ৪টা ৪৭ মিনিটের দিকে ই-মেইলের মাধ্যমে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে।
সাইবার নিউজ একাত্তর/ ২৪ জুলাই ২০২০ ইং মারুফ খান
© কপিরাইট : খন্দকার মিডিয়া গ্রুপ
বাল্যবিবাহ রোধ করুন, মাদক মুক্ত সমাজ গড়ুন।