রবিবার, ১৭ জানুয়ারী ২০২১, ০৯:০৭ পূর্বাহ্ন
সাইবার নিউজ একাত্তর ডেস্ক :
র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল বুধবার ২২মে ২০১৯ ইং রাত্রি ১২.৪০ ঘটিকার সময় রাজশাহীর মানগরীর শাহ্মুখদুম থানাধীন নওয়াহাটায় র্যাপিড এ্যকশন ব্যাটেলিয়ন (র্যাব-৫) একটি আভিযান পরিচালনা করে।
সে সময় সেখান থেকে ১২০০ বোতল চোলাই মদসহ মোঃ সেলিম, পিতা- মোঃ মহাসিন, সাং- বাঘহাটা, থানা-পবা, জেলা- রাজশাহী কে গ্রেফতার করা হয়। উক্ত আসামীর বিরুদ্ধে রাজশাহী মহানগরীর শাহ্মুখদুম থানায় মাদকদ্্রব্য নিন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।
এ ব্যাপারে র্যাব-৫ এর এক কর্মকর্তা বলেন, মাদক বিরোধী অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই মাদক ব্যাবসায়ীকে ১২০০ বোতল চোলাই মদসহ গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আমাদের র্যাব-৫ এর পক্ষ থেকে ইতিমধ্যেই মাদকের ব্যাপারে জিরো ট্রলারেন্স ঘোষনা করা হয়েছে, তারই ধারাবাহিকতায় আমাদের এই অভিযানগুলো অব্যাহত থাকবে। মাদকের বিষয়ে কোন প্রকার ছাড় নেই, দেশ ও জাতির কল্যাণে মাদক নির্মূলে র্যাব-৫ তার সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করতেও দিধা করবে না বলেও তিনি জানান।
সাইবার নিউজ একাত্তর/ ২২শে মে, ২০১৯ ইং/হাফিজুল
© কপিরাইট : খন্দকার মিডিয়া গ্রুপ
বাল্যবিবাহ রোধ করুন, মাদক মুক্ত সমাজ গড়ুন।