মঙ্গলবার, ০২ মার্চ ২০২১, ০৮:০৯ অপরাহ্ন
নেহাল খান, নিজস্ব প্রতিবেদক:
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি অভিযানিক দল মঙ্গলবার ২৭শে আগষ্ট ২০১৯ইং রাত ১২:৩০ ঘটিকায় রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন বাজে সিলিন্দা গ্রামস্থ জৈনিক তোহরুল ইসলামের জমি সংলগ্ন পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১৯৮০ বোতল দেশীয় মদসহ এক জনকে গ্রেফতার করেন।গ্রেফতারকৃত আসামী হচ্ছেন, মো: গুলবর আলী (৪৪) পিতা- মো: আনছার আলী, গ্রাম- হাটমাধনগর, থানা- বাগমারা, জেলা- রাজশাহী।তার কাছে থেকে আটকৃত আলামত, (১) ৩৮০এম এলের ১৮৯০ বোতল দেশী মদ। (২) ৯০ এম এলের ২০০ বোতল দেশী মদ (সর্বমোট= ৭৩৬.২ লিটার) (৩) একটি মোবাইল ফোন (৪) দুটি সিম (৫) নগদ = ৬০০ টাকাসহ উক্ত আসামীর বিরুদ্ধে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) সারনীর ২৪ (গ) ধারার মামলা রুজু করা হয়েছে।
এ বিষয়ে র্যাব-৫ এর এক কর্মকর্তার সাথে কথা হলে তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা এই মাদক বিরোধী অভিযান পরিচালনা করি। সেই সময় বড় একটি মাদক পাচারকারীকে এই বিপুল পরিমান দেশিয় মদসহ গ্রেফতার করতে সক্ষম হয়েছি।তিনি আরো বলেন, মাদকের ব্যাপারে র্যাব-৫ এর পক্ষ থেকে ইতির্পূর্বেই জিরো ট্ররারেন্স ঘোষনা করা হয়েছে।পাশাপাশি আমরা গোপনে ও প্রকাশ্যে ব্যাপক গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছি।মাদক ব্যাবসার সাথে জড়িত যতই শক্তিশালী বা ক্ষমতাধর ব্যাক্তি হোক না কেন তাদের কোন প্রকার ছাড় নেই, রাত দিন ২৪ ঘন্টায় আমাদের এই অভিযান অব্যহত রয়েছে।
সাইবার নিউজ একাত্তর/ ২৭শে আগষ্ট, ২০১৯ ইং/ আব্দুর রাজ্জাক(রাজু)
© কপিরাইট : খন্দকার মিডিয়া গ্রুপ
বাল্যবিবাহ রোধ করুন, মাদক মুক্ত সমাজ গড়ুন।