রবিবার, ০৭ মার্চ ২০২১, ০২:০৪ অপরাহ্ন
রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান ::
রাজশাহী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এ্যাডভোকেট শহীদ বীরেন্দ্রনাথ সরকার ও রাজশাহী পৌরসভার ভাইস চেয়ারম্যান শহীদ সুরেশ পান্ডের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী স্মরণে রাজশাহী প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে রাজশাহী প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য কলামিস্ট মুক্তিযোদ্ধা প্রশান্ত কুমার সাহা।
আলোচনা রাখেন- রাজশাহী মহানগর সেক্টর কামন্ডার ফোরাম সভাপতি মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, নারী মুক্তিযোদ্ধা অধ্যাপিকা বুলবুল রানী ঘোষ ও এ্যাডভোকেট সান্তনা ঘোষ, প্রেসক্লাবের সহ-সভাপতি আবু সালে মো ফাত্তাহ, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সহ-সভাপতি ও রাজশাহী বারের যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সিরাজী শওকত সালেহিন এলেন, মহানগর জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক স্মৃতি পরিষদ সদস্য সালাউদ্দিন মিন্টু, রাজশাহী প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক নূরে ইসলাম মিলন, শহীদ সুরেশ পান্ডের বড় ছেলে সুভেন কুমার রায়, সাংবাদিক শামসুল ইসলাম, নূরে আসলাম লিটন, মহানগর স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং’র সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সদস্য মাহাতাব উদ্দিন প্রমুখ।
সবশেষে জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সহ-সভাপতি এ্যাডভোকেট সিরাজী শওকত সালেহীন এলেন তৃতীয় বারের মতো রাজশাহী বার এ্যাসোসিয়েশনের যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান স্মৃতি পরিষদ নেতৃবৃন্দ।
© কপিরাইট : খন্দকার মিডিয়া গ্রুপ
বাল্যবিবাহ রোধ করুন, মাদক মুক্ত সমাজ গড়ুন।