মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১, ১২:৫৩ পূর্বাহ্ন
আতিক ইসলাম শিকো, (চাঁপাইনবাবগঞ্জ) শিবগঞ্জ থেকে :
শিবগঞ্জে অস্ত্র-গুলি ও ম্যাগজিনসহ এক যুবক আটক করেছে র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প শাখার র্যাব সদস্যরা। আটক যুবক হচ্ছে- উপজেলার শ্যামপুর ইউনিয়নের সন্নাসী কয়লার দিয়াড় গ্রামের ফরমান আলির ছেলে সরোয়ার হোসেন (২০)।
র্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ১১টার দিকে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল শাহাবাজপুর ইউনিয়নের হাজারবিঘী বাজারের পাশে ফুটবল মাঠ এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তুল, একটি ওয়ান শুটার গান, ২ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ সরোয়ারকে আটক করে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে।
সাইবার নিউজ একাত্তর/ ১৪ জুলাই ২০২০ ইং মারুফ খান
© কপিরাইট : খন্দকার মিডিয়া গ্রুপ
বাল্যবিবাহ রোধ করুন, মাদক মুক্ত সমাজ গড়ুন।