রবিবার, ১৭ জানুয়ারী ২০২১, ১০:৩২ অপরাহ্ন
আতিক ইসলাম শিকো,(চাঁপাইনবাবগঞ্জ) শিবগঞ্জ থেকে :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিশু শিক্ষা প্রতিষ্ঠান ইদ্রিস আহমদ মেমোরিয়াল ইনস্টিটিউট চত্বরে মঙ্গলবার সকালে ২০১৮ সালের বৃত্তিপ্রাপ্ত ৫৭ জন ছাত্রছাত্রীসহ পিএসসি উত্তীর্ণ ৩২ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, বৃত্তি সনদ ও পুরস্কার প্রদান করা হয়েছে।
এছাড়া ২০১৯ সালের ৫ম শ্রেণির সমাপনী পরীক্ষার্থীদের বিদায় ও মৃগয়ার মোড়ক উন্মোচন করা হয়েছে। ইনস্টিটিউটের উপদেষ্টা পরিষদের সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবু আহমদ নজমুল কবির মুক্তার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আদিনা ফজলুল হক সরকারি কলেজের অধ্যক্ষ আলহাজ প্রফেসর মোহা. ওলিউর রহমান।
বিশেষ অতিথি ছিলেন আদিনা ফজলুল হক সরকারি কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মহা. জিয়াউল হক, কিন্ডারগার্টেন এসোসিয়েশন অব চাঁপাইনবাবগঞ্জের সহ-সভাপতি রবিউল ইসলাম, এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও উপ-পরীক্ষা নিয়ন্ত্রক আবুল কালাম আজাদ, দাদনচক মডেল পাবলিক স্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা বাস মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি ওজিউল মিঞাসহ অন্যরা।
সাইবার নিউজ একাত্তর/ ১২ই নভেম্বর ২০১৯ ইং/ আব্দুর রাজ্জাক (রাজু)
© কপিরাইট : খন্দকার মিডিয়া গ্রুপ
বাল্যবিবাহ রোধ করুন, মাদক মুক্ত সমাজ গড়ুন।