শনিবার, ১৬ জানুয়ারী ২০২১, ০৮:৪২ পূর্বাহ্ন
আতিক ইসলাম শিকো,(চাঁপাইনবাবগঞ্জ) শিবগঞ্জ থেকে :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ অসহায়-দুস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সোমবার সকালে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে শিবগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গনে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ৪২ বান্ডিল ঢেউটিন ও নগদ ১ লাখ ২৬ হাজার টাকার চেক তুলে দেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও নৌ-পরিবহণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ডাক্তার সামিল উদ্দিন আহমেদ শিমুল।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতাউর রহমানসহ অন্যরা।
সাইবার নিউজ একাত্তর / ১৭ই নভেম্বর ২০১৯ইং আব্দুর রাজ্জাক (রাজু)
© কপিরাইট : খন্দকার মিডিয়া গ্রুপ
বাল্যবিবাহ রোধ করুন, মাদক মুক্ত সমাজ গড়ুন।