সোমবার, ০১ মার্চ ২০২১, ০৩:৩৮ অপরাহ্ন
মিজানুর রহমান, স্টাফ রিপোর্টার:
গাইবান্ধার সুন্দরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে থানা ও পৌর বিএনপি’র উদ্যোগে স্থানীয় অস্থায়ী কার্যালয়ে থানা বিএনপি’র সভাপতি আলহাজ্ব মোজাহারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন থানা বিএনপি’র সাধারণ সম্পাদক বাবুল আহম্মেদ, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ইফতেখার উদ্দিন ভূইয়া নিপুন।
থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মাহমুদুল ইসলাম প্রামানিকের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- যুব দলের সাধারণ সম্পাদক রেজাউল করিম, ছাত্র দলের আহ্বায়ক নাহমুদুল হক রাসেলসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। পরে কেক কাটা হয়।
© কপিরাইট : খন্দকার মিডিয়া গ্রুপ
বাল্যবিবাহ রোধ করুন, মাদক মুক্ত সমাজ গড়ুন।