শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ১০:০২ পূর্বাহ্ন
মো: রাশেদুল ইসলাম, নাটোর থেকে :
নাটোরের বড়গাছা এলাকার ছাত্রীনীবাসে কেরোসিন স্টোভ বিস্ফোরনে অগ্নিদগ্ধ সানজিদা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। ঢাকা মেডিকেলে অবস্থানরত অপর অগ্নিদগ্ধ ছাত্রী শামীমার ভাই মোঃ কাউসার (০১৭৮০-৪৪৮৬১৭) এ তথ্য নিঃশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার ২ জুলাই ২০১৯ ইং সকাল সাড়ে ৮টার দিকে চিকিৎসক তার বোনের বান্ধবী অগ্নিদগ্ধ সানজিদাকে মৃত ঘোষনা করে। সানজিদার বাড়ি লালপুরের সালামপুরে। গত ২৭ জুন সকালে কেরোসিন স্টোভে খিচুড়ি রান্নার সময় নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারী কলেজের দ্বাদশ শ্রেনীর ৩ ছাত্রী অগ্নিদগ্ধ হয়। তাদের মধ্যে শামিমা ও সানজিদাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকায় পাঠানো হয়। চিকিৎসাধীন শামীমার বাড়ি গুরুদাসপুর উপজেলার নাজিরপুর এলাকায়।
সাইবার নিউজ একাত্তর/ ২ জুলাই, ২০১৯ ইং/হাফিজুল
© কপিরাইট : খন্দকার মিডিয়া গ্রুপ
বাল্যবিবাহ রোধ করুন, মাদক মুক্ত সমাজ গড়ুন।