রবিবার, ১৭ জানুয়ারী ২০২১, ০৮:৫৭ অপরাহ্ন
এম ইমরান খান, (চাঁপাইনবাবগঞ্জ) শিবগঞ্জ থেকে :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার অসহায় হতদরিদ্র তাজেল আলী। নেই কোন জমি, নেই বসতভিটাও। থাকেন পৌর এলাকার ভাঙ্গাব্রিজ গ্রামে। দীর্ঘদিন যাবত সে ডায়াবেটিক, গল ব্লাডার স্টনসহ একাধিক শারীরিক সমস্যায় জর্জরিত।
হতদরিদ্র তাজেল আলি অর্থের অভাবে তার এসব জটিল রোগের চিকিৎসা করতে না। সে এক ধরনের অসহায়ত্ব অবস্থায় দিন পার করছিলেন।
পরিবার পরিজনদের পরমর্শে তাজেল আলি স্থানীয় অনেক প্রভাবশালী নেতাদের কাছে ছুটে যান সামান্য সাহায্যের জন্য। কিন্তু তাদের কাছে গিয়ে তিনি বারবার নিরাশ হয়ে ফিরে এসেছেন মলিন মনে।
সর্বশেষ প্রতিবেশীদের সঠিক পরামর্শে ছুটে যান চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান ও মানবতার ফেরিওয়ালা, শিবগঞ্জের নয়নের মনি কুমিল্লা জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম মহোদয় এর কাছে।
রোগীর করুন অবস্থা দেখে মানবতার ফেরিওয়ালা নামক পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম তাৎক্ষনিক কুমিল্লার মেডিক্যাল স্পেশালিষ্ট টিমের সাহায্য নেন এবং তাদের পরামর্শে তাজেল আলীর চিকিৎসার ব্যবস্থা করেদেন।
মাানবতার ফেরিওয়ালা নামক শিবগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণের নয়নের মনি সৈয়দ নুরুল ইসলাম। পুলিশ সুপারের মহানুভবতায় অশ্রুসিক্ত নয়নে তিনার জন্য অন্তরের অন্তস্থল থেকে নেক দোয়া ও দীর্ঘায়ু কামনা করেন ভুক্তভোগী অসহায় তাজেল আলী ও তার পরিবার।
এবিষয়ে, মানবতার ফেরিওয়ালা নামে পরিচিত চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান তথা শিবগঞ্জের নয়নের মনি পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামের সাথে কথা বল্লে তিনি বলেন, আমি মা, মাঠি ও মানুষকে প্রাণের চেয়েও বেশি ভালবাসি। বিশেষ করে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ তথা শিবগঞ্জের প্রতি একটা আলাদা টান অনুভব করি। কারন সেখানেই আমার “জন্মভূমি” ছাত্র জীবন থেকেই মানুষের প্রতি আমার গভীর ভালবাসা। আমি একজন নগন্য মানুষ হিসেবে দেশে ও জাতির কল্যানে বস্তুনিষ্ঠ ভাবে ছাত্র জীবন থেকেই সবিধা বঞ্চিত গরীব, দুখী, অনাথ ও অসুস্থ মানুষের জন্য সাধ্যমতো পাশে দাড়ানোর চেষ্টা করে যাচ্ছি, আজীবন করে যাব। আমি বিভিন্ন প্রতিকুল অবস্থায় ছোট থেকেই দেশের কল্যানে মানুষের পাশে দাড়িয়েছি। হয়তবা সেখান থেকেই আল্লাহর অশেষ রহমতে মানুষ আমাকে ভালবাসেন। আপনারা আমার জন্য নেক দোয়া রাখবেন, সোমবার ১৬ই সেপ্টেম্বর ২০১৯ইং এই হতদরিদ্র তাজেল আলীর চিকিৎসার সকল দায়িত্ব নিতে পেরে আমি বড়ই আনন্দিত আপনারা তার জন্যেও দোয়া করবেন।
সাইবার নিউজ একাত্তর/ ১৭ই সেপ্টেম্বর ২০১৯ ইং/ আব্দুর রাজ্জাক (রাজু)
© কপিরাইট : খন্দকার মিডিয়া গ্রুপ
বাল্যবিবাহ রোধ করুন, মাদক মুক্ত সমাজ গড়ুন।